প্রাথমিক স্কুলে শীতের ছুটি শুরু ২৪ ডিসেম্বর

প্রাথমিক স্কুল
প্রাথমিক স্কুল  © সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক স্কুলগুলোতে ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বড়দিন ও শীতকালীন ছুটি।শনিবার (১৮ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাজমা শেখের স্বাক্ষর করা এক  অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি ১৯ ডিসেম্বরের পরিবর্তে ২৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন:  নতুন শিক্ষাক্রমের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ২০২৫ সালে: শিক্ষামন্ত্রী

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ২২ ডিসেম্বর পর্যন্ত স্কুলগুলোতে ক্লাস করানোর নির্দেশনা দেয়া হয়েছে। এখন স্কুলগুলোতে অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা চলছে। তাই সে অনুযায়ী ২৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু করতে বলা হয়েছে।

আরও পড়ুন: ওমিক্রন বাড়লেও স্কুল বন্ধের চিন্তা সবার শেষে: ইউনিসেফ

উল্লেখ, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ২০২০ সালের ১৭ মার্চ সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এর প্রায় দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজে ক্লাস শুরু হয়। এদিকে ২০২১ সালের বার্ষরিক ছুটির তালিকা অনুযায়ী, ১৯ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সে অনুযায়ী দেশের প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ে মৌখিক বা লিখিত মূল্যায়ন শেষ করা হয়েছে।

 


সর্বশেষ সংবাদ