প্রাথমিক শিক্ষার্থীর হাতে বইয়ের পরিবর্তে পৌঁছে যাবে ট্যাব: মোস্তাফা জব্বার

মোস্তফা জব্বার
মোস্তফা জব্বার  © ফাইল ফটো

আমাদের দেশের প্রাথমিক বিদ্যারয়ের শিক্ষার্থীদের হাতে শিগগিরই বইয়ের পরিবর্তে ট্যাব বা ডিজিটাল ডিভাইস পৌঁছে যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের টেলিকম অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাই ডিজিটাল বাংলাদেশের মূল ভিত্তি। বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নের ধারাবাহিকতায় যুদ্ধের ধ্বংসস্তুপে দাঁড়িয়েও প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করে গেছেন।

তিনি আরও বলেন, শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা আনন্দময় করে ডিজিটাল শিশু শিক্ষা পাঠ্যক্রম আবশ্যক। আগামাী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত পদ্ধতির শিক্ষাকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের কোন বিকল্প নেই।


সর্বশেষ সংবাদ