আম্ফানে ক্ষতিগ্রস্ত

২৯৮ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে সোয়া ৩ কোটি টাকা ছাড়

  © ফাইল ফটো

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে দেশের উপকূলীয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত এমন ২৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য ৩ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা ছাড় করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ প্রকাশ করা হয়।

ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মেরামতের কাজ নিবিড়ভাবে তদারকির জন্য সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটিকে নির্দেশ দেওয়া হয়।

২০১৯-২০ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ১৬৫ কোটি টাকা থেকে তালিকা অনুযায়ী আম্ফানে ক্ষতিগ্রস্ত এই টাকা বরাদ্দ ও মঞ্জুরি দেওয়া হয় আদেশে।

অর্থ বরাদ্দের শর্তে বলা হয় হবে। ভবন ও স্থাপনা সংস্কার ও মেরামতে এই অর্থ ব্যয় করতে হবে। আগামী ৩০ জুনের মধ্যে সংস্কার ও মেরামত কাজে ব্যয় সম্পন্ন করতে হবে। নিবিড় তদারকির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত ভাবে সংস্কার ও মেরামত কাজ শেষ করতে হবে।


সর্বশেষ সংবাদ