পঞ্চম শ্রেণির ছাত্রকে শিক্ষকের চড়-থাপ্পড়, ফেলে দিলেন ঘাড় ধাক্কায়

স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়
স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়  © সংগৃহীত

ক্লাসের বিরতি মনে করে স্কুলের বারান্দায় বের হওয়ায় আবু বক্কর মিরাজ নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে চড়-থাপ্পড় ও ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের নাম সুদর্শন বড়াল। তিনি উপজেলা সদরের স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আবু বক্কর মিরাজ একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

মিরাজের মা মোসা. ফাইজিন্নাহার জানান, দুপুরে বিদ্যালয়ের নিয়মিত মধ্যাহ্নবিরতি সময়ে বারান্দায় বের হয় সে। এ সময় শিক্ষক সুদর্শন বড়াল এসেই তাকে কয়েকটা চড় মারে। একপর্যায়ে ছেলের ঘাড় ধরে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়। সে বাসায় ফিরে দুপুরের খাবার না খেয়েই শুয়ে ব্যথায় কাতরাচ্ছিল। আমি জানতে চাইলে শিক্ষকের মারধরের কথা বলে।

আরও পড়ুন: শিক্ষকের সঙ্গে মন খুলে কথা বলতে পারেন না ৫৯.৪ শতাংশ শিক্ষার্থী

শিক্ষার্থীর বাবা আব্দুর রশিদ বলেন, আমি দুপুরে বাসায় ফিরে বাচ্চার মায়ের কাছে সব শুনে তাকে ডাক্তার দেখিয়েছি। শিক্ষক সুদর্শন আমার ছেলেকে বেধড়ক মারধর করেছে। আমি এর সুষ্ঠু বিচার চেয়ে শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

জানতে চাইলে সহকারী শিক্ষক সুদর্শন বড়াল বলেন, ওকে একটা চড় দিয়ে আস্তে একটু ঘাড় ধাক্কা দিয়েছি। তাতে এমন কী হয়েছে। ছাত্রকে শাসনও করতে পারব না?

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দীন খলিফা বলেন, বাচ্চাদের মারধরের কোনো বিধান নেই। এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ