প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে, নির্দেশনা জারি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১১:৩৮ AM , আপডেট: ২৫ অক্টোবর ২০২২, ১১:৩৮ AM
বৈরি আবহাওয়ার মধ্যেও সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সোমবার ডিপিই’র সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত নির্দেশনা জারি করা হয়েছে। এতে পাঠদান চালু রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে কর্মকর্তা ও শিক্ষকদের।
নির্দেশনায় বলা হয়েছে, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের জেলাসমূহে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবের বিষয়ে সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণসহ পাঠদান চালু রাখার বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে। তাদের সঙ্গে যোগাযোগ করে পাঠদান চালু রাখতে মাঠ কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন: সিত্রাংয়ের আঘাতে ৩ বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
এর আগে চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার রাতে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়স্থান তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল-কলেজ খুলে পাঠদান শুরু হবে।