খালেদা জিয়ার যুক্তরাজ্যে যেতে বাধা নেই: হাইকমিশনার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৮ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৮ PM
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা সেবা নেওয়ার জন্য যুক্তরাজ্যে যেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় কর্মরত কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাব টক এ এমন মন্তব্য করেন।
সরকার যদি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্রিটেনে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য অনুমতি দেয় তবে যুক্তরাজ্য সরকার খালেদা জিয়াকে ভিসা দেবে কি না?
এর জবাবে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন জানান, ‘এটা নির্ভর করে (দ্যাট উইল ডিপেন্ড) তার আবেদনের ওপর। কেন না এর আগেও তিনি যুক্তরাজ্যের ভিসা পেয়েছিলেন। সাধারণত যুক্তরাজ্যের ভিসা পেতে তার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। যুক্তরাজ্য সফরে তার ক্ষেত্রে কোনো অবজেকশন নেই।’