লন্ডন যেতে পারবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  © ফাইল ফটো

প্যারোলে মুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে লন্ডন যেতে দেওয়ার ব্যাপারে সরকারের নীতিনির্ধারকদের মনোভাব ইতিবাচক বলে জানা গেছে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে তাঁর পরবারকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ও সরকারের উচ্চপর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতার অংশ হিসেবেই খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেয়েছেন। সমঝোতার মাধ্যমেই তিনি চিকিৎসার জন্য লন্ডন যাবেন। প্যারোলে মুক্তির শর্ত মেনে গত ২৫ মার্চ থেকে নিভৃত জীবন যাপন করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিদেশে চিকিৎসার জন্য গেলেও তাঁর জীবনযাপন ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। কারণ শর্ত অনুযায়ী তাঁকে সেখানেও নীরব ভূমিকা পালন করতে হবে।

সরকারের সূত্রটি দাবি করেছে, বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য লন্ডন গেলেও প্রকাশ্যে চলাফেরা করতে পারবেন না। খালেদা জিয়াকে যে শর্তগুলো দেওয়া হয়েছে তার মধ্যে এটিও রয়েছে। শর্ত সাপেক্ষে মুক্তির পর থেকে গুলশানের ভাড়া বাসায় যেভাবে বসবাস করছেন, লন্ডনে ঠিক তেমনি থাকবেন। প্রকাশ্য কোনো মন্তব্য, বক্তব্য ও বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার অঙ্গীকারও তাঁর পরিবারের পক্ষ থেকে করা হয়েছে।

সব কিছু ঠিক থাকলে এবং পরিবেশ স্বাভাবিক হলেই খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার অনুমতি চাওয়া হবে। সূত্রটি জানিয়েছে, যেকোনো দিন অনুমতির জন্য এ আবেদন করা হতে পারে।

এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘ম্যাডাম ও তাঁর পরিবার তো উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে চাইবেন। কারণ মুক্তির উদ্দেশ্যই ছিল উন্নতর চিকিৎসা, সেটা তো সফল হয়নি। তবে বিষয়টি নির্ভর করছে সরকারের মনোভাব তথা হিসাব-নিকাশের ওপর। সরকার চাইলে সব কিছু পারে। আমি মনে করি, ম্যাডাম যদি যেতে চান, তবে বিশেষ বিমানে করে তাঁকে যেতে দেওয়া উচিত।’

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা ভোগ করছেন খালেদা জিয়া। দুই মামলায় তাঁর ১৭ বছরের সাজা হয়েছে। বারবার জামিনের আবেদন করা হলেও তাঁর জামিন হচ্ছিল না। সবশেষ করোনা পরিস্থিতি কথা বলে গত ২৫ মার্চ কারামুক্ত হন তিনি। গতকাল ২৫ জুন তাঁর (খালেদা জিয়া) মুক্তির তিন মাস পূর্ণ হয়েছে।


সর্বশেষ সংবাদ