তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ভিপি নুরের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জুন ২০২০, ১০:৩৭ PM , আপডেট: ১০ জুন ২০২০, ১০:৪৯ PM
তরুণদের নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে এই ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে জানতে দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে বুধবার রাতে নুরুল হক নুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরেই তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা-ভাবনা করছি। নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি।
নুর বলেন, মুক্তিযুদ্ধের যে মূলমন্ত্র ছিল সেটি এখনো প্রতিষ্ঠিত হয়নি। আদালতে মানুষ ন্যায় বিচার পায় না। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়। দুর্নীতিতে দেশ বার বার চ্যাম্পিয়ন হয়। এর কারণ হিসেবে আমাদের মনে হয়েছে দেশে শক্তিশালী একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছিল না। সেটি ফিরিয়ে আনতেই আমাদের এই উদ্যোগ।
নুর আরও বলেন, আমরা আমাদের ভিত ঠিক করছি। এটি মজবুত হলে যে কোনো দিন আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিব। আমাদের সাথে যদি কেউ কাজ করতে চায় তাহলে তাদের আমরা আমন্ত্রণ জানাই। অথবা আমাদের মতাদর্শে বিশ্বাসী এমন কোন সংগঠন যদি তাদের সাথে কাজ করতে ডাকে আমরা তাদের সাথেও কাজ করতে রাজি আছি। আর যদি সেরকম কাউকে না পাই তবে একাই এগিয়ে যাব।