ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবিতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৮:২৪ PM , আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০৮:৩১ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাবি ছাত্রদলের নেতা তানভীর বারী হামিমের সার্বিক ব্যবস্থাপনায় কুরআন তিলওয়াত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ মার্চ) ‘কমল মেডি এইড, ডিইউ ১ম আল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫’ শীর্ষক ব্যানারে এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৫১জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা নাজির মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সাধারন সম্পাদক মোতাহের হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাংগঠনিক সম্পাদক নুর আলম ইমন।
প্রতিযোগিতায় ছেলে ক্যাটাগরীতে প্রথম হয়েছেন আরবী বিভাগের ২০২৩-২৪ সেশনের আশিকুজ্জামান আনিস, দ্বিতীয় হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী এন এমরশিদ উজ জামান মাসুম, তৃতীয় হয়েছেন যৌথভাবে ২০২৩-২৪ সেশনের ক্রিমিনিলজি বিভাগের শিক্ষার্থী ফারহান আহমেদ ও ২০২৩-২৪ সেশনের ইংরেজী বিভাগের শিক্ষার্থী তানজিম হাসান।
নারী ক্যাটাগরীতে প্রথম হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সুমাইয়া বুলবুল, দ্বিতীয় হয়েছেন সংগীত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী কবিতা আক্তার ও তৃতীয় হয়েছেন উর্দু বিভাগের ২০২২-২৩সেশনের শেখ তাসনিয়া করিম।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ বেতারের প্রধান ক্বারী এমদাদ, ক্বারী লিয়াকত, ক্বারী আব্দুল মালেক ও ক্বারী আতাউল্লাহ ।