পদত্যাগ করেছেন ইবির আওয়ামীপন্থী বাংলা বিভাগের সভাপতি
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০৮:১৫ PM

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হোসেন। তিনি আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, ‘নতুন সভাপতির বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
পদত্যাগপত্রে অধ্যাপক ড. রবিউল হোসেন বলেন, “আমি গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ থেকে অদ্যাবধি বাংলা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে আমি ১৬ মার্চ থেকে উক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করছি। একই সঙ্গে দায়িত্ব পালনকালে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতএব, আমাকে বাংলা বিভাগের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে বাধিত করবেন।”
প্রসঙ্গত, অধ্যাপক ড. রবিউল হোসেন বিশ্ববিদ্যালয়ের বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ-২০২৩-এর নির্বাচিত সাধারণ সম্পাদক। গত বছরের ৪ আগস্ট শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাপলা ফোরামের ব্যানারে তৎকালীন বিতর্কিত ‘নৈরাজ্যবিরোধী’ মিছিলে অংশগ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।