পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম আজিজুল হকের ৫১তম মৃত্যুবার্ষিকী

এ কে এম আজিজুল হকের স্বরণসভা ও দোয়া মাহফিল
এ কে এম আজিজুল হকের স্বরণসভা ও দোয়া মাহফিল  © ফাইল ছবি

পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এ কে এম আজিজুল হকের ৫১তম মৃত্যুবার্ষিকী ছিল সোমবার (১২ এপ্রিল)। তিনি ১৯৭০ সালে ১২ এপ্রিল হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।

তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিনেট সদস্য ও পাবনা থেকে প্রকাশিত সাপ্তাহিক পাক হিতৈষী'র সম্পাদক ও পূর্ব পাকিস্তান মফস্বল সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি।

মরহুম এ কে এম আজিজুল হক ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বিএসসি পাশ করেন। তিনি শিল্প-সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ছিলেন। নারী শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। ১৯৬৫ সালে পাবনার মহিলা কলেজ প্রতিষ্ঠায় তার অগ্রণী ভূমিকা ছিল। ২০১২ সাল থেকে পাবনা প্রেস ক্লাবে এ কে এম আজিজুল হক স্মৃতি সাংবাদিকতা পুরষ্কার দেয়া হয়ে থাকে।

তার ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার স্বাস্থ্যবিধি মেনে পাবনা প্রেস ক্লাবে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে তার পরিবারের সদস্য, গণমাধ্যম কর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ