বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ বাণিজ্য বন্ধসহ ১৩ দাবি অভিভাবক ফোরামের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০১:৩৬ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ০১:৪৬ PM

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় এবং শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়নে ১৩ দফা দাবি উত্থাপন করেছে দেশের অভিভাবকদের অন্যতম সংগঠন ‘অভিভাবক ঐক্য ফোরাম’। এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে পরীক্ষার্থীদের সফলতা কামনা করার পাশাপাশি, দেশের শিক্ষা খাতে চলমান নানা সংকট এবং অনিয়ম তুলে ধরে তা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির উত্থাপিত ১৩ দফা দাবিগুলো হলো- শিক্ষাকে জাতীয়করণ, শিক্ষা সংস্কার কমিশন গঠন, জবাবদিহিমূলক মনিটরিং কমিটি, নামী স্কুলে সেনা কর্মকর্তাদের অধ্যক্ষ হিসেবে নিয়োগ, টিউশন ফি নির্ধারণ নীতিমালা বাস্তবায়ন, একক পাঠক্রম চালু ও শিক্ষায় আনন্দ, শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ, ভর্তি বাণিজ্য রোধ ও নীতিমালা বাস্তবায়ন, যোগ্য ও নৈতিক শিক্ষক নিয়োগ, স্বতন্ত্র বেতন কাঠামো ও প্রশিক্ষণ, ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি সংস্কার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ বাণিজ্য বন্ধ, মামলা প্রত্যাহার ও আইনি সুরক্ষা।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুসহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সংগঠনটি আশা প্রকাশ করেছে, চলমান অন্তর্বর্তী সরকারের আমলে এসব দাবি বিবেচনায় নিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি আদায়ে প্রয়োজনে দেশব্যাপী অভিভাবক আন্দোলন গড়ে তোলা হবে।