ঈদে ট্রেনযাত্রার শেষ দিনে ঘরমুখো মানুষের ঢল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:২২ PM , আপডেট: ৩০ মার্চ ২০২৫, ১২:৩৩ PM

ঈদযাত্রার শেষ দিনে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থাপনায় ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে ট্রেন চলাচল করছে। ট্রেনগুলো যাত্রীতে কানায় কানায় পরিপূর্ণ। প্রতিটি কোচে পা ফেলার জায়গা নেই। কাঙ্ক্ষিত সিটে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।
রবিবার (৩০ মার্চ) সকাল থেকে পরিচালিত প্রত্যেকটি আন্তঃনগর ট্রেনে এমন চিত্র দেখা গেছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, বরাবরের মতই যাত্রীর চাপ রয়েছে স্টেশন এলাকায়। কেউ কেউ প্লাটফর্মে অপেক্ষা করছেন তার নির্ধারিত গন্তব্যের ট্রেনের জন্য। আর যেসব ট্রেন প্ল্যাটফর্মের লাইনে অবস্থান করছে সেসব ট্রেন ইতোমধ্যে যাত্রী বোঝাই হয়ে গেছে। প্রায় প্রতিটি কোচে যেন পা ফেলার জায়গা নেই।
জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী শাফিউর রহমান বলেন, ট্রেন ছাড়ার কিছু সময় আগে আমি ট্রেনের কাছে এসেছি। পরিবারসহ আমার সিটে যেতে অনেকটা বেগ পেতে হয়েছে। ট্রেন ভর্তি মানুষ ছিল। ট্রেনের ভেতর অনেক গরম। ট্রেন ছাড়লে হয়তো ঠিক হয়ে যাবে।
একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী শাহিদ আল মিনার বলেন, ট্রেন যাত্রায় বরাবর যেরকম ভোগান্তি হয়েছে, এবার তেমন কোনও ভোগান্তি দেখছি না।
এ বিষয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, বেলা ১১টা পর্যন্ত ১৫টি আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকা ছেড়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।