মৃত্যুর আগে রানি এলিজাবেথের শেষ ছবি প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৪ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৮ AM
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। ৭০ বছর ব্রিটেনকে শাসন করা রানির সর্বশেষ ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার শেষ ছবিটি তোলা হয় ৬ সেপ্টেম্বর বালমোরাল প্রাসাদে। ছবিতে দেখা যায় একটি ফায়ারপ্লেসের সামনে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি।
সেদিন লিজ ট্রাসকে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক নিয়োগের দায়িত্ব পালন করেছিলেন রানি এলিজাবেথ। একই দিনে এই ছবিটি তোলেন আলোকচিত্রী জেন বারলো। সাধারণত ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নিয়োগ দেওয়া হয় লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে। কিন্তু রানি অসুস্থ থাকায় স্কটল্যান্ডে গিয়ে এই আনুষ্ঠানিকতা পালন করেন লিজ ট্রাস।
আরও পড়ুনঃ বাংলাদেশের যে গ্রাম দেখতে এসেছিলেন রানি এলিজাবেথ
প্রায় এক বছর ধরে অসুস্থ থাকার কারনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তিনি। জুলাই মাস থেকে বালমোরাল প্যালেসে গ্রীষ্মকালীন ছুটিতে কাটাচ্ছিলেন রানি। ব্রিটিশ রাজ পরিবার বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে জন সাধারনের কাছে। তাই মৃত্যুর আগে তোলা রানি দ্বিতীয় এলিজাবেথের এই ছবিটি বেশ সাড়া ফেলেছে গোটা বিশ্বের মানুষের কাছে।