প্রধানমন্ত্রীর কাছে ৬ বছরের শিশুর অভিযোগ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৮:১৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২২, ০৮:১৪ PM
পেন্সিল-রাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অভিযোগ জানিয়েছেন ৬ বছরের শিশু কৃতি ডুবে। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা তার চিঠিটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
ছোট্ট কৃতির বাড়ি উত্তরপ্রদেশের কনৌজে। পড়ালেখা করেন প্রথম শ্রেণিতে। তার বাবা একজন আইনজীবি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি রুল টানা খাতায় কৃতি লিখেছে, ‘আমার নাম কৃতী দুবে। প্রথম শ্রেণিতে পড়ি। মোদিজি, আপনি জিনিপত্রের দাম খুব বাড়িয়ে দিয়েছেন। এমনকী, আমার পেন্সিল, রাবারেরও দাম বেড়েছে। বাড়ানো হয়েছে ম্যাগির দাম। স্কুলে পেন্সিল হারিয়ে যাচ্ছে। আর নতুন পেন্সিল চাইলেই মা মারছে। আমি কী করব?’
আরও পড়ুন: ছাত্রদল সভাপতির মৃত্যুর ঘটনায় হরতালের ডাক বিএনপির
কৃতীর বাবার নাম বিশাল দুবে। বিশাল স্বীকার করেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ওই চিঠি তাঁর মেয়েরই লেখা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটা আমার মেয়ের মন কি বাত। সম্প্রতি স্কুলে পেন্সিল হারানোয় আমার স্ত্রী বকাবকি করেছিলেন। আর তাতেই রেগে আগুন হয়ে যায় ও।’
ছোট্ট কৃতির এই অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। লোকসভায় এই ইস্যুতে তিনি বলেন, ‘হচ্ছেটা কী? বাচ্চাদের পেন, পেনসিল, শার্পনারের উপরে জিএসটি বসিয়েছে কেন্দ্র। ছোটদেরও ছেড়ে কথা বলছে না মোদি সরকার।’