নর্দান ইউনিভার্সিটির ৩৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

সিন্ডিকেট সভা
সিন্ডিকেট সভা  © টিডিসি ফটো

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৩৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ সভা হয়। 

উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ’র প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, বিশিষ্ট শিক্ষানুরাগী হাসানুল ইসলাম, এনডিসি, অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ, ট্রাস্টি
বোর্ডের সদস্যবৃন্দ ও অন্যান্য সদস্যগণ।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় কেউ ফেল করেননি: ঢাবি উপাচার্য

উক্ত সভায় ৩৭তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী ও ৩৪তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। সভায় নিয়োগকৃত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের তালিকা অনুমোদন করা হয়। এ ছাড়াও অর্থ কমিটি সভার কার্যবিবরণী এবং কেন্দ্রিয় পরীক্ষা কমিটি (সিবিই) সভায় অনুমোদিত গ্রাজুয়েট এবং পোষ্ট-গ্রাজুয়েটদের ফলাফল অনুমোদন ও পর্যালোচনা করা হয়।

সকল সদস্যদের উপস্থিতিতে সিন্ডিকেট সভাটি পরিচালনা করেন এনইউবি সিন্ডিকেট এর সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম (অব:) বাংলাদেশ নৌ বাহিনী।


সর্বশেষ সংবাদ