আইটি চাকরি ছেড়ে গাধা পালছেন ইঞ্জিনিয়ার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ জুন ২০২২, ১০:২৬ AM , আপডেট: ১৮ জুন ২০২২, ১০:২৬ AM
আইটি সেক্টরে চাকরি করতেন তিনি। একটি সফ্টওয়্যার ফার্মে ছিলেন। বেতনও ছিল ভালো অংকের। কিন্তু হঠাৎই সেই সুখের চাকরি ছেড়ে শুরু করলেন গাধা পালন। এ অদ্ভূত কাণ্ড করেছেন শ্রীনিবাস গৌড়া নামে এ ভারতীয়। যা নিয়ে দেশটিতে হইচই পড়ে গিয়েছে।
চাকরি ভালো লাগছিলনা বলে ছেড়ে দেন। তারপর ভিন্ন কিছু করার চিন্তা ভাবনা থেকে শুরু করলেন পশুপালন বিদ্যা নিয়ে পড়াশোনা। এ বিষয়ের ওপর রীতিমতো ডিগ্রিও বাগিয়ে নিয়েছেন।
পড়াশোনা শেষে অনেক ভেবেচিন্তে শুরু করলেন এক অভিনব ব্যবসা। কর্নাটকের দক্ষিণ কন্নড় গ্রামে একচিলতে জমিতে শ্রীনিবাস খুলে বসলেন গাধার খামার!
আরও পড়ুন: আরও ১৪ জেলায় হতে পারে ভয়াবহ বন্যা
৪২ লাখ রুপি নিয়ে শুরু করেন এই অভিনব ব্যবসা। বাড়তে বাড়তে এখন তার খামারে ২০টি গাধা রয়েছে। এসব গাধা থেকে প্রাপ্ত দুধ বাজারে বিক্রি করে অর্থ আয় করছেন শ্রীনিবাস।
ব্যবসা শুরু করা শ্রীনিবাস গৌড়া বলেছেন, আমি আগে ২০২০ সাল পর্যন্ত একটি সফ্টওয়্যার ফার্মে নিযুক্ত ছিলাম। ভারতে এবং কর্ণাটকের এই প্রথম গাধা চাষ এবং প্রশিক্ষণ কেন্দ্র খুলেছি এখন।
গাধার দুধের উপকারিতা এবং খামারের জন্য তার পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে শ্রীনিবাস বলেন, বর্তমানে আমাদের ২০টি গাধা আছে এবং আমি প্রায় ৪২ লাখ টাকা বিনিয়োগ করেছি এই ব্যবসায়। আমরা গাধার দুধ বিক্রি করার পরিকল্পনা করছি, যার অনেক উপকারিতা রয়েছে। আমাদের স্বপ্ন হল গাধার দুধ সবার কাছে পৌঁছে দেওয়া। গাধার দুধ একটি ওষুধের ফর্মুলা।
শ্রীনিবাস জানান, গাধা বিলুপ্ত হচ্ছে বলেই তিনি এই ব্যবসা চালুর কথা ভেবেছিলেন। যদিও তিনি জানান, প্রাথমিকভাবে তার এই ব্যবসার ধারণাকে পাত্তা দেননি অনেকেই।
মানিকন্ট্রোলের এক রিপোর্ট অনুযায়ী, ৩০ মিলিলিটারের গাধার দুধের দাম হবে ১৫০ রুপি। অর্থাৎ প্রতি কেজি গাধার দুধ বিক্রি হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার টাকায়! সৌন্দর্য পণ্য (বিউটি প্রডাক্ট) হিসেবেও গাধার দুধ বিক্রির পরিকল্পনা আছে তার। ইতিমধ্যে ১৭ লাখ টাকার অর্ডার পেয়েছেন তিনি।