১৩৩ আরোহী নিয়ে চীনে বিমান বিধ্বস্ত

চীনে বিমান বিধ্বস্ত
চীনে বিমান বিধ্বস্ত  © সংগৃহীত

চীনে ১৩৩ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার (২১ মার্চ) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে সিএনএন। দুর্ঘটনায় এখনো কতজনের প্রাণহানি ঘটেছে সেটি জানা যায়নি। তবে অনেক প্রাণহানির শঙ্কা করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের প্লেনটি জুয়াংঝি অঞ্চলের উঝৌ শহরের কাছে একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ কারণে সেখানকার পাহাড়েও আগুন ধরে গেছে। দুর্ঘটনার ঘটনাস্থলে গেছে উদ্ধারকর্মীরা।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে একটি পার্বত্য গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। এ সময় সেখানে আগুন ধরে যায়।

দুর্ঘটনা কবলিত বিমানটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বলে জানা গেছে। ফ্লাইটরাডার ২৪-এর ডাটা অনুযায়ী, চীনের কুনমিং থেকে গুয়াংজুগামী ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১টা ১১ মিনিটে উড্ডয়ন করেছিল। এভিয়েশন সেফটি নেটওয়ার্কের মতে, চীনে সর্বশেষ বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে ২০১০ সালে। ইচুন বিমানবন্দরের কাছে ওই দুর্ঘটনায় প্লেনটিতে থাকা ৯৬ জনের মধ্যে ৪৪ জন নিহত হন।


সর্বশেষ সংবাদ