কলকাতা বিশ্ববিদ্যালয়

পরীক্ষা শুরুর পর নতুন করে ফর্ম পূরণের নির্দেশ

কলকাতা বিশ্ববিদ্যালয়
কলকাতা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেল ১৫ জানুয়ারি তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। প্রথমবার প্রকাশিত নির্দেশনায় ইতিমধ্যেই তিনদিন পরীক্ষা শেষও হয়েছে। চলমান পরীক্ষার মধ্যেই ফের পরীক্ষার জন্য ফর্ম পূরণের বিজ্ঞপ্তি জারি করল বিশ্ববিদ্যালয়টি। নতুন নির্দেশাকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অধিভুক্ত কলেজগুলোকে এ নির্দেশিকা পাঠানো হয়।

নির্দেশিকায় বলা হয়েছে, তৃতীয় ও পঞ্চম সিমেস্টারের অনার্স, জেনারেল, মেজর এবং পুরোনো পরীক্ষা পদ্ধতিতে বসতে চলা বিএ, বিএসসি, বিকম পরীক্ষার্থীরা ফর্ম পূরণের জন্য ওয়েবসাইট খওলা থাকবে মঙ্গলবার থএকে বুধবার সকাল ১০টা পর্যন্ত।

আরও পড়ুন: অনলাইনে নয়, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনেই হবে

সব পরীক্ষার্থীরা যাতে ফর্ম পূরণ করে তা নিশ্চিত করতেও বলা হয় কলেজগুলোকে। উচ্চশিক্ষা দফতর থেকে বিভিন্ন কলেজের অধ্যক্ষদের ফোনও করা হয় এই বিষয়টি জানাতে।

বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার পরে কী ভাবে আবার ফর্ম পূরণ হতে পারে? অবশ্য পোর্টাল খোলার বিষয়টি বিভিন্ন কলেজের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে জানানো হয়েছে।

আরও পড়ুন: ভারতীয় কলেজে হিজাব পরা মুসলিম ছাত্রীদের ক্লাসে ঢুকতে দিচ্ছে না

তবে পরীক্ষার্থী এবং শিক্ষকদের প্রশ্ন, যে সব বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে, সেই পরীক্ষায় বসা পরীক্ষার্থীরা নতুন করে ফর্ম পূরণ করলে কী হবে? বা রেজাল্ট তৈরির ক্ষেত্রে কী ধরনের জটিলতা তৈরি হতে পারে, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়টির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিগত বেশ কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের সামনে বেশ কয়েকজন শিক্ষার্থী বিক্ষোভ দেখিয়ে অভিযোগ করে, প্রযুক্তিগত কারণে এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে বোঝাপড়ার না থাকায় পরীক্ষায় বসার জন্য ফর্ম পূরণ করা সম্ভব হয়নি। তাদের জন্যই এই প্রক্রিয়া শুরু হয় পোর্টাল ফের চালু করে।


সর্বশেষ সংবাদ