কোভিড-১৯ পরিস্থিতি

পরীক্ষা ও টিউশন ফি মওকুফের ঘোষণা কলকাতা বিশ্ববিদ্যালয়ের

কলকাতা বিশ্ববিদ্যালয়
কলকাতা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

চলমান মহামারি করোনা পরিস্থিতির কারণে সব ধরনের পরীক্ষার ফি এবং টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিবঙ্গ রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইনে এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান মহামারি পরিস্থিতিতে সব সেমিস্টারের পড়ুয়াদের টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি, বিভিন্ন সেমিস্টারের পরীক্ষার্থীদের মার্কশিট বা গ্রেডশিট সংগ্রহ করতেও কোনোরকম ফি দিতে হবে না।’

আরও পড়ুন: প্রথমবারের মতো উড়ালপথে মেট্রোরেল চলাচল দেখলো ঢাকাবাসী (ভিডিও)

মহামারি করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আসার আগে, ফেব্রুয়ারি মাসে পরীক্ষার ফি এবং টিউশন ফি মওকুফের দাবিতে অবস্থান-বিক্ষোভে নেমেছিলেন কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই আন্দোলনের প্রেক্ষিতে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ সে সময় ফি মওকুফের ঘোষণা দিয়েছিল। এবার একই পথে হাঁটল কলকাতা বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ