ভারতে ঢুকলেই ৭ দিনের কোয়ারেন্টাইন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ০৮:৩০ AM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২২, ০৮:৩০ AM
আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বিদেশফেরতদের সাত দিনের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে ভারত। সংক্রমণ মোকাবিলায় জোর প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। হাসপাতাল প্রস্তুতের পাশাপাশি গণটিকায় জোর দিচ্ছে দিল্লি।
শুক্রবার (০৭ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আজ শনিবার থেকে ভারতে বাইরের দেশ থেকে যেসব যাত্রী আসবেন, তাদের সবাইকে অবশ্যই ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং তার পর আরটিপিসিআর টেস্ট করাতে হবে। টেস্টে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হবেন, তাদেরকে হোম আইসোলেশনে থাকতে হবে এবং তাদের নমুনার জিনোম টেস্টিং হবে। ফল নেগেটিভ হলেও সাবধানতামূলক সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের।
আরও পড়ুন: ওমিক্রন ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরামর্শ
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকা করেছে দিল্লি। শুরুতে ১০ থাকলেও ডিসেম্বরে তালিকাটা দীর্ঘ হয়। নতুন যুক্ত হয়েছে আরও ৯ দেশ।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া টুইট করে জানিয়েছেন, ১৩৮ কোটি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে টিকা দেয়া হয়েছে ১৫০ কোটি ডোজ।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত, সভা-সমাবেশ বন্ধের সুপারিশ
গত বছর করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার প্রাদুর্ভাবে ভারতে দেখা দিয়েছিল করোনার দ্বিতীয় ঢেউ, যার ধক্কায় ছারখার হয়ে গিয়েছিল দেশটির জনজীবন। কয়েকমাস বিরতির পর ওমিক্রনের প্রভাবে ফের ভারতে দৈনিক সংক্রমণ বাড়ছে হু হু করে।