যুক্তরাজ্যে মাধ্যমিক শিক্ষার্থীদের মাস্ক পরার নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ০৪:১০ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২২, ০৪:৪৭ PM
যুক্তরাজ্যে কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে ঠেকাতে মাধ্যমিকের ক্লাসের শিক্ষার্থীদের মাস্ক পরতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ওমিক্রনের এ নতুন ঢেউয়ের সময়েও স্কুলগুলোকে সচল ও খোলা রাখতে মুখ ঢেকে রাখার অস্থায়ী এই ব্যবস্থা নিয়েছে তারা।
এদিকে করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে রাখতে জরুরি পদক্ষেপ নিতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে স্কুল স্টাফদের ৬টি ইউনিয়ন। তারা হুশিয়ার করে বলেন, এখনি করোনা নতুন এ ধরনের মোকাবেলায় যথাযথ ব্যবস্থা না নিলে জাতীয় পর্যায়ে পরীক্ষা ঝুঁকিতে পড়তে হবে যুক্তরাজ্যকে।
আরও পড়ুন: দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় হবে শাবিপ্রবি: ভিসি
এ ছাড়া তারা বাতাস পরিষ্কার বিষয়ক ইউনিট, অনুপস্থিতি সামাল দেয়ার জন্য আর্থিক সহায়তা চেয়েছে। বসিয়ে যাতে পরীক্ষা নেয়া যায়, তাতে সহযোগিতা চাওয়া হয়েছে। অপস্টেড তদন্তকারীদের ওপর শিথিলতা দেয়ার দাবি তোলা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
বড়দিনের পরে বৃটেনজুড়ে স্কুলগুলো খুলে যাচ্ছে। এরই মধ্যে শিক্ষার্থীদের কোভিড পরীক্ষায় অংশ নিতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: একটি ল্যাপটপ নয়, চোরের প্রয়োজন ২টি মোবাইল
প্রসঙ্গত, করোনায় দৈনিক সংক্রমণ-মৃত্যুর আগেকার সব রেকর্ড ভেঙে ফেলছে যুক্তরাজ্যে। দেশটি মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ-মৃত্যু দেখল গত বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর।
২০২০ সালে শুরু হওয়া করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত বিশ্বের যে দেশগুলো করোনায় সবচেয়ে বিপর্যয়কর পরিস্থিতি পার করছে তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ২৭ লাখ ৩৮ হাজার ৫০ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ১ লাখ ৪৮ হাজার ৪২১ জনের।