যুক্তরাজ্যে জনপ্রিয় নামের তালিকায় শীর্ষে ‘মুহাম্মদ’

মুসলিম শিশুদের নাম
মুসলিম শিশুদের নাম  © সংগৃহীত

টানা পাঁচ বছর যুক্তরাজ্যে ছেলে শিশুদের নাম রাখার ক্ষেত্রে পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে ‘মুহাম্মদ’। সম্প্রতি যুক্তরাজ্যের বেবি সেন্টারের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে আরব নিউজ। 

যুক্তরাজ্যে বর্তমানে ৩৩ লাখ মুসলিম বসবাস করেন। দেশটির রাজধানী লন্ডনেই মোট মুসলিম জনসংখ্যার ৫৯ শতাংশের বসবাস। সাধারণত মুসলমানরা প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর নামের সাথে মিলিয়ে সন্তানের এ নামটি রাখতে পছন্দ করেন। বর্তমানে যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ। এরপর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে নোয়াহ ও অলিভিয়া।

আরও পড়ুন- ঢাবির প্রথম মুসলিম ছাত্রী ফজিলাতুন্নেসার মৃত্যুবার্ষিকী আজ

যুক্তরাজ্যের বেবি সেন্টারের প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, গত চার বছরের মতো এ বছরও দেশটিতে ছেলে শিশুদের নামের তালিকায় শীর্ষস্থান দখল করেছে মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদের (সা.) নামটি।

ইংরেজিতে মুহাম্মদ নামে বানান করা হয়েছে— মুহাম্মদ, মহম্মদ, মোহামেদ, মোহাম্মদ, মোহাম্মাদ ইত্যাদি।

আরও পড়ুন- ভারতে মুসলিম নির্যাতনের একাল-সেকাল

বেবি সেন্টারের লেখক সোফি বেল লিখেছেন, ‘মেয়ে শিশুদের পছন্দের শীর্ষ নাম অলিভিয়া। গত বছর তা দ্বিতীয় স্থানে ছিল। এদিকে এ বছরও মুহাম্মদ নামটি ছেলে শিশুদের পছন্দের তালিকার শীর্ষে আছে।’ 

যুক্তরাজ্যের মুসলিম সেন্সাস-এর তথ্য মতে, ব্রিটেনে বসবাসরত অর্ধেক মুসলিম পুরো দেশের শতকরা ১৮ভাগ তুলনায় দারিদ্রসীমার মধ্যে বাস করেন।

আরও পড়ুন- শুধু জেনেটিকালি মুসলিম হওয়া যায় না

এদিকে মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেন্টার ফর মিডিয়া মনিটরিং বিভাগ জানায়, দেশটিতে নানা সময়ে মুসলমানরা নানা বৈষম্যের স্বীকার হন। নামের কারণেও তাদের নানা ভোগান্তি পোহাতে হয়। তারপরও নাম রাখার ক্ষেত্রে ধর্মীয় বিষয়টিকে সামনে রাখেন এখানকার মুসলিম বাসিন্দারা।


সর্বশেষ সংবাদ