নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন
প্রথম বাংলাদেশি মুসলিম নারী হিসেবে গড়লেন অনন্য ইতিহাস
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ০৪:৫৪ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২১, ০৫:৩৯ PM
বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র্রের নাগরিক শাহানা হানিফ প্রথম মুসলিম নারী হিসেবে নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ব্রুকলিনের ৩৯ নম্বর ডিস্ট্রিক্ট এ জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ।
সম্প্রতি নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে প্রথম মুসলিম নারী হিসেবে ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯ এ তিনি ডেমোক্রেটিক দলের কাউন্সিলর পদপ্রার্থী হয়েই তাঁর বিরোধী প্রতিদ্বন্দ্বী প্রার্থী কনজারভেটিভ দলের ব্রেট উইনকোপকে বিরাট ব্যবধানে হারিয়ে এই কীর্তি গড়েন।
তাঁর বাবা মোহাম্মদ হানিফ চট্রগ্রামের ফটিকছড়ি হতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। মেয়ের এমন সাফল্যে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন । আইনে পড়ুয়া মিস শাহানা পড়াশোনা করেছেন ব্রুকলিন কলেজে।
এদিকে ব্রুকলিনের কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩৯ এর নির্বাচনী অফিস তাঁর জয়লাভের খবরটি নিশ্চিত করার পর তাৎক্ষণিক এক বিবৃতিতে মিস শাহানা বলেন, নিউইয়র্ক সিটি কাউন্সিলের ইতিহাসে প্রথম মুসলিম নারীসদস্য হতে পেরে নিজেকে গর্বিত ও সম্মানিত মনে করছি।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমরা পরিবেশ তৈরী করতে চাই যা দুর্বলকে রক্ষা করবে, ন্যায়সঙ্গত শিক্ষা নিশ্চিত করবে, জলবায়ু সংকট নিরসনে বিনিয়োগ করবে এবং অভিবাসীরা এই শহরে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে।’
নিউইয়র্ক টাইমসে দেখানো পূর্বাভাসে নির্বাচন জয়লাভের খবর পাওয়ার পর আবেগ-আপ্লুত হয়ে এক টুইট বার্তায় এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন-
‘আমার জন্ম ও বেড়ে উঠা ব্রুকলিনে। আমি বাংলাদেশি মুসলিম অভিবাসীর সন্তান, লুপুস রোগের সাথে লড়াই করে বাঁচা যোদ্ধা ও অধিকারকর্মী।’
‘প্রথম নারী হিসেবে আমার ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করতে নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়ে আমি সম্মানিত বোধ করছি।’
অপর এক বার্তায় তিনি বর্ণবাদ ও লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে শহরের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
এ ছাড়াও ব্রুকলিনে বেড়ে উঠা মিস শাহানা নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম এশীয় নারী কাউন্সিলর এবং একই সঙ্গে ওই ডিস্ট্রিক্টের প্রথম কোন নারী কাউন্সিলর হিসেবেও নির্বাচিত হলেন । এ শহরটিতে প্রায় ৭ লাখেরও বেশি মুসলিম বসবাস করছেন। তাঁর নির্বাচনী আসন ব্রুকলিনের কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩৯ গঠিত হয় কেনসিংটন, পার্ক স্লোপ এবং সেন্ট্রাল ব্রুকলিন অঞ্চল নিয়ে।