পোস্টারে হিজাব পরিহিত ছবি থাকায় নির্বাচনে নিষিদ্ধ মুসলিম নারী

নির্বাচনী পোস্টারে হিজাব পরিহিত নারী
নির্বাচনী পোস্টারে হিজাব পরিহিত নারী  © সংগৃহিত

নির্বাচনী পোস্টারে হিজাব পরিহিত ছবি থাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ক্ষমতাসীন দল স্থানীয় নির্বাচনে এক মুসলিম নারী প্রার্থীকে নিষিদ্ধ করেছেন। ওই নারীর নাম সারা জেম্মাহি বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

আলোচিত ওই নির্বাচনী পোস্টারে দেখা যায়, জেম্মাহি সাদা হিজাব এবং স্কার্ফ পরে আছেন, যা মুসলিম ধর্মীয় নারীদের পোশাক হিসেবে পরিচিত। তার পাশে অন্য ধর্মের আরও দুই পুরুষ ও একজন নারী রয়েছেন। পোস্টারে ফ্রেঞ্চ ভাষায় লেখা ছিল, স্বতন্ত্র, কিন্তু আপনাদের জন্য ঐক্যবদ্ধ।

এ বিষয়ে ম্যাক্রোঁর লা রিপাবলিক এন মার্চে দল বলছে, তাদের মূল আদর্শ হচ্ছে সেক্যুলার ফ্রান্স। সে দেশে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় কোনো বিষয় প্রদর্শনের সুযোগ নেই।

দলের সাধারণ সম্পাদক স্ট্যানিস্লাস গুয়েরিনি আরটিএল রেডিওকে বলেন, ওই নারী মার্চে দলের প্রার্থী হতে পারবেন না।

এ বিষয়ে লা রিপাবলিক এন মার্চে রয়টার্সকে জানায়, সারা জেম্মাহিকে দলীয় সিদ্ধান্ত লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ