কোচিং খোলা রেখে জরিমানা গুনলেন ২০ হাজার টাকা

  © প্রতীকী ছবি

চলমান করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় রাজশাহীতে ‘জুয়েল কেমিস্ট্রি কোচিং’ সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২ ডিসেম্বর) বিকেলে মহনগরীর অলোকার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ বলেন, করোনার কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু প্রতিষ্ঠানটি সরকারের এই নির্দেশনা না মেনে কোচিং সেন্টারে ক্লাস চালু রাখা হয়েছে।

এ কারণে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি।


সর্বশেষ সংবাদ