শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু  © ফাইল ফটো

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এছাড়া এতে আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন জায়েদের নামও রয়েছে। মঙ্গলবার(২৪ নভেম্বর) নেতানিয়াহুর অফিসের বরাত দিয়ে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোতে এমনটি বলা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্কোন্নয়নের চুক্তি করায় তাকে এই মনোনয়ন দেয়া হয়েছে।

এদিকে ইসরায়েলের সাবেক যোগাযোগমন্ত্রী ও নেতানিয়াহুর লিকুড পার্টির নেতা আয়ুব কারা এক টুইট বার্তায় জানিয়েছেন, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন নেতানিয়াহু।

জানা গেছে, শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহু এবং মোহাম্মেদ বিন জায়েদের নাম প্রস্তাব করেছে নোবেল জয়ী লর্ড ডেভিড ট্রিম্বল। নর্দার্ন আয়ারল্যান্ডে সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধান করায় ১৯৯৮ সালে শান্তিতে নোবেল পান ট্রিম্বল।

মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। এগুলো হল- পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য ও শান্তি। নোবেল পুরস্কারকে এ সব ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়।


সর্বশেষ সংবাদ