সুইডেনে কোরআন পোড়ানোর অভিযোগে উত্তপ্ত রাজপথ

  © ফাইল ফটো

মুসলমানদের পবিত্র ধর্মালম্বীদের পবিত্র কুরআন আগুনে পুড়ানোর অভিযোগে সুইডেনের মালমো শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, রাসমুস পলদান নামে একজন কট্টরপন্থী নেতার সুইডেনের মালমো শহরে একটি বৈঠক করার কথা ছিল। কিন্তু তাকে এর অনুমতি না দেওয়ায় তার অনুগামীরা কোরআন পুড়িয়ে প্রতিবাদ জানায়। আর এই খবর মুহুর্তেই ছড়িয়ে পড়ে উত্তপ্ত হয়ে যায় পুরো শহর।

এতে গতকাল শুক্রবার সন্ধ্যায় মালমো শহরের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে মুসলিম সম্প্রদায়ের ৩০০ জনের বেশি মানুষ। শহরজুড়ে মিছিল করে ভাঙচুর চালানোর পাশাপাশি পাথর ছুঁড়তে থাকে। এ ঘটনার প্রতিবাদে পুলিশের গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়।
আর এ কারণে দেশটির শহর মালমোতে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়।


সর্বশেষ সংবাদ