জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

ওবাদিয়া মোয়ো
ওবাদিয়া মোয়ো  © সংগৃহীত

করোনা চিকিৎসাসামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়োকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন মানগাগওয়া।

দেশটির প্রেসিডেন্টের চিফ সেক্রেটারির দেওয়া এক বিৃবতিতে বলা হয়েছে, সরকারের একজন মন্ত্রী হিসেবে যথাযথ নয় এরকম কাজের জন্য তাকে বরখাস্ত করা হলো। এই আদেশ এখন থেকেই কার্যকর বলে ঘোষণা করা হয়েছে।

এর আগে গত মাসে ওই অভিযোগে গ্রেফতার হওয়ার পর বর্তমানে জামিনে আছেন তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দণ্ডিত হলে জরিমানা কিংবা ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।

দেশটির বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি যাচাই বাছাই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করেই একটি কোম্পানির সাথে ওষুধ, টেস্টিং কিট ও সুরক্ষা সামগ্রী সরবরাহের চুক্তি করেছিলেন


সর্বশেষ সংবাদ