সৌদিতে করোনায় ৫১৮ বাংলাদেশির মৃত্যু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ০৬:২২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২০, ০৬:৩৯ PM
সাত চিকিৎসকসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ৫১৮ প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি বাংলাদেশি।
বাংলাদেশ দূতাবাস রিয়াদের তথ্য অনুযায়ী করোনায় প্রাণ যাওয়া ৭ বাংলাদেশি চিকিৎসক হলেন, ডা. আফাক হোসেন মোল্লা, ডা. রওনক মোঃ সফি উল্লাহ্, ডা. গোলাম মোস্তফা, ডা. আনোয়ার উল হাসান, ডা. আব্দুর রহিম, ডা. ফারহানা হক তানিয়া। অপরজনের নাম জানা যায়নি। এছাড়া রিয়াদের দুটি বেসরকারী ক্লিনিকে কর্মরত বাংলাদেশি চিকিৎসক ডা. আনোয়ারুল হক এবং ডা. শফিকুল হকের স্ত্রী রিয়াদে মৃত্যুবরণ করেছেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৫৮ জন। মোট আক্রান্ত ২ লাখ ৫ হাজার ৯২৯জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ২৫৬জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬০হাজার ৮১৫জন।