করোনার ভ্যাকসিন আবিষ্কারই নাও হতে পারে : বরিস জনসন

  © ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নাও হতে পারে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে তিনি আশা ব্যক্ত করে বলেছেন করোনার প্রতিষেধক পেতে এক বছরেরও বেশি সময় লাগতে পারে।

ডাউনিং স্ট্রিটে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমি শুনে আসছি যে ,অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন আবিষ্কার নিয়ে আশাবাদী কিছু হচ্ছে। কিন্তু এর কোনো নিশ্চয়তা নেই। এমনকি ১৮ বছর পরও আমরা সার্স ভাইরাসের কোন ভ্যাকসিন আবিষ্কার করতে পারিনি। আমি শুধু এটাই বলতে পারি যে, বৃটেন বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের নেতৃত্ব দিচ্ছে। ভ্যাকসিন আবিষ্কার করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বৃটিশ সরকার।

তিনি বলেন, কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমাদের কি এই ভ্যাকসিন ছাড়া অনেক দিন থাকতে হবে? তাহলে আমি বলব, আমি জানি না।

উল্লেখ্য, যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৬৫ জনের প্রাণ কেড়েছে করোনা; যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ এবং ইউরোপে সর্বাধিক। এছাড়া দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৬০ জন।


সর্বশেষ সংবাদ