গাম্বিয়াকে বাংলাদেশের অভিনন্দন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৬ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৬ PM
আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করায় গাম্বিয়াকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আশা করে, আইসিজের শুনানিতে সব সত্য বলবেন সু চি।
মার্কিন রাষ্ট্রদূত, পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, রোহিঙ্গা নিপীড়নের জন্য মিয়ানমারের সেনাপ্রধারসহ শীর্ষ চার সেনা কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার দেশ।
এ সময় মিলার আরও জানান, যুক্তরাষ্ট্রে আত্মগোপনে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীকে ফিরিয়ে দিতে দেশটির বিচার বিভাগ কাজ করছে।