ফিলিস্তিনে হামলা

বরখাস্ত হলেন ইসরায়েলের গোয়েন্দাপ্রধান রোনেন বার

রোনেন বার
রোনেন বার  © সংগৃহীত

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে ওঠে। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে বরখাস্তের পক্ষে মত দেন মন্ত্রিসভার সদস্যরা। খবর- বিবিসি

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল তা অনুমান করতে ব্যর্থতার জন্য রোনেন বারকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে। 

২০২১ সালের অক্টোবরে রোনেন বার শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। আর ১৯ দিন পর ১০ এপ্রিল তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

আরো পড়ুন: সাবেক সাত উপাচার্যসহ ২০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

এর আগে গত রোববার এক বিবৃতিতে রোনেন বারকে বরখাস্ত করার বিষয়ে তার ইচ্ছার কথা জানিয়েছিলেন নেতানিয়াহু।


সর্বশেষ সংবাদ