‘আয়রন ডোম’ তৈরির ঘোষণা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ জানুয়ারি) তিনি বলেন, শিগগিরই তিনি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করার নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।

আল-জাজিরা জানিয়েছে, গতকাল সন্ধ্যায় দক্ষিণ ফ্লোরিডার  ডোরাল গলফ ক্লাবে রিপাবলিকান আইন প্রণেতাদের উদ্দেশে বক্তব্য দেন ট্রাম্প। এ সময় তিনি আয়রন ডোম কর্মসূচি শুরু করার কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমাদের একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে। শিগগিরই আমি চারটি নির্বাহী আদেশে স্বাক্ষর করব। এর মধ্যে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করার বিষয়টিও রয়েছে। আমি মনে করি এটি আমেরিকানদের সুরক্ষা দিতে কাজে লাগবে।’

আরও পড়ুন: পাকিস্তানে নৌ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিরক্ষা সুরক্ষার নাম আয়রন ডোম। হামাস, হিজবুল্লাহ ও ইরানের বহু ক্ষেপণাস্ত্র হামলা এই আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করেছে ইসরায়েল। একসময় যুক্তরাষ্ট্রের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা নিয়েই ইসরায়েল এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তুলেছিল। এবার ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য নিজস্ব আয়রন ডোম তৈরির ঘোষণা দিলেন।

তবে আয়রন ডোম সব ক্ষেত্রে সফল এমন নয়। স্বল্প ও মাঝারি মাত্রার ক্ষেপণাস্ত্র বেশির ভাগ সময়ে প্রতিহত করতে পারলেও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র অনেক ক্ষেত্রেই প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। ইসরায়েল স্বীকার করেছে, আয়রন ডোম দিয়ে সিরিয়ার বেশ কিছু ক্ষেপণাস্ত্র আটকানো যায়নি।


সর্বশেষ সংবাদ