পাকিস্তানে নৌ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ

  © সংগৃহীত

বড় ধরনের নৌ মহড়ার আয়োজন করছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির আয়োজিত দ্বিবার্ষিক বহুজাতিক এই নৌ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ ও তুরস্কসহ বিশ্বের ৬০টি দেশ। দেশটির প্রধান বন্দরনগরী করাচির কাছে আরব সাগরের উত্তরে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই মহড়া চলবে ৫ দিন ধরে। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, পাকিস্তান আগামী মাসে বিশ্বের ৬০টি দেশের অংশগ্রহণে দ্বিবার্ষিক বহুজাতিক নৌ মহড়ার আয়োজন করছে। পাকিস্তান নৌবাহিনী রোববার জানিয়েছে, “আমান (শান্তি) ২৫” নামের পাঁচ দিনের এই মহড়াটি আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্দরনগরী করাচির কাছে উত্তর আরব সাগরে অনুষ্ঠিত হবে।

২০০৭ সাল থেকে পাকিস্তান এই ধরনের বহুজিাতিক সামরিক মহড়ার আয়োজন করে আসছে। চলতি বছর এই মহড়া নবম বারের মতো অনুষ্ঠিত হবে এবং এর থিম নির্ধারণ করা হয়েছে—‘নিরাপদ সমুদ্র; সমৃদ্ধ ভবিষ্যৎ’।

এছাড়া এই বছরের মহড়ার একটি প্রধান আকর্ষণ হচ্ছে আমান ডায়ালগ। মহড়ার সময় এই ডায়ালগে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার পাশাপাশি ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ কৌশল প্রণয়নের জন্য নৌবাহিনীর প্রধান, কোস্ট গার্ড প্রধান এবং সারা বিশ্বের সিনিয়র মেরিটাইম নেতারা একত্রিত হবেন।

পাঁচদিনব্যাপী ব্যাপক এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর জাহাজ, বিমান, স্পেশাল অপারেশন্স ফোর্সেস, বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল, মেরিন এবং পর্যবেক্ষকরা অংশগ্রহণ করবেন। পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘আমান সিরিজের এই মহড়া আঞ্চলিক শান্তি ও সহযোগিতার প্রচারে পাকিস্তান নৌবাহিনীর প্রচেষ্টার একটি অংশ।’


সর্বশেষ সংবাদ