এবার ভারতে শনাক্ত এইচএমপি ভাইরাস

ভাইরাস প্রতীকী ছবি
ভাইরাস প্রতীকী ছবি  © সংগৃহীত

ভারতে প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। বেঙ্গালুরুতে দুই শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতের মেডিকেল রিসার্চ কাউন্সিল (আইসিএমআর)।  সোমবার (৬ জানুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 'এইচএমপিভিতে আক্রান্ত প্রথম ব্যক্তি তিন মাস বয়সী এক মেয়েশিশু। দ্বিতীয় জন আট মাস বয়সী এক ছেলে শিশু। তারা দুজনেই বেঙ্গালুরুর ব্যাপ্টিস্ট হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাদের এইচএমপিভি সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। মেয়ে শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং ছেলে  শিশুটি কর্ণাটকের রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

জন্ম থেকেই এই দুই শিশুর ক্ষেত্রে ব্রঙ্কোপনিউমোনিয়ার ইতিহাস রয়েছে রয়েছে বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, 'এই ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে কেউই দেশের বাইরে যায়নি। এর অর্থ, ভাইরাসটি স্থানীয়ভাবে ছড়াচ্ছে এবং এর গতিপ্রকৃতি এখনই গভীরভাবে পর্যবেক্ষণ প্রয়োজন।'


সর্বশেষ সংবাদ