এবার শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা করলেন ট্রাম্প

লিন্ডা ম্যাকমোহন
লিন্ডা ম্যাকমোহন  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে শিক্ষামন্ত্রী হিসেবে লিন্ডা ম্যাকমোহনকে মনোনয়ন দিয়েছেন। বুধবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

একটি বিবৃতিতে ট্রাম্প বলেছেন, লিন্ডা ম্যাকমোহন তার কয়েক দশকের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘নাম্বার ওয়ান’ দেশে পরিণত করবেন। তার দক্ষতা ও অভিজ্ঞতাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন নিশ্চিত করবেন।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা রাজ্যগুলোয় শিক্ষার মাত্রাও প্রসারিত করব এবং লিন্ডা সেই প্রচেষ্টার নেতৃত্ব দেবেন।’ 

ডব্লিউডব্লিউইয়ের সাবেক নির্বাহী ম্যাকমোহন ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষুদ্র ব্যবসায় প্রশাসনের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি ট্রাম্পের ‘ট্রানজিশন টিমের’ একজন সহসভাপতি হিসেবে কাজ করছেন। ট্রানজিশন টিমকে সরকারের প্রায় চার হাজার পদ পূরণের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষায় লিন্ডার অভিজ্ঞতার বিষয়ে ট্রাম্প কানেকটিকাট বোর্ড অব এডুকেশনে দুই বছর এবং একটি বেসরকারি ক্যাথলিক স্কুল স্যাক্রেড হার্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডে ১৬ বছর কাজ করার কথা উল্লেখ করেছেন।

লিন্ডা ম্যাকমোহন ২০০৯ সালে মার্কিন সিনেটের জন্য লড়াই করতে ডব্লিউডব্লিউই ছেড়েছিলেন এবং ট্রাম্পের জন্য একজন প্রধান দাতা হিসেবে কাজ করেছেন। ২০২১ সাল থেকে তিনি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটে আমেরিকান কর্মী কেন্দ্রের সভাপতিত্ব করেছেন।

মিলওয়াকিতে রিপাবলিকান কনভেনশনে লিন্ডা ম্যাকমোহন বলেছিলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পকে একজন সহকর্মী এবং একজন বস, সেই সঙ্গে একজন বন্ধু বলার সুযোগ পেয়ে সম্মানিত।

একই দিনে বাণিজ্যমন্ত্রী হিসেবে ধনকুবের হওয়ার্ড লাটনিক মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। লাটনিক বর্তমানে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যানটর ফিতজগেরাল্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।


সর্বশেষ সংবাদ