তীব্র গরমেও ছুটি বাড়ছে না পশ্চিমবঙ্গের স্কুলে, এলো ভিন্ন সিদ্ধান্ত

ভারতের পশ্চিমবঙ্গের স্কুলে গরমের ছুটি বাড়ছে না
ভারতের পশ্চিমবঙ্গের স্কুলে গরমের ছুটি বাড়ছে না  © হিন্দুস্তান টাইমস

তীব্র গরমেও গ্রীষ্মকালীন ছুটি বাড়ছে না ভারতের পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার-পোষিত স্কুলে। তবে অস্বস্তিকর গরম বিবেচনা করে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দাবদাহের বিষয়টি মাথায় রেখে স্থানীয় স্তরে স্কুলের সময়সূচি পালটানোর ছাড়পত্র দিয়েছে স্কুলশিক্ষা দফতর।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, স্কুল খুলতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলছে। উত্তরবঙ্গে প্রবল বর্ষণ হচ্ছে। সে পরিস্থিতিতে নতুন করে পশ্চিমবঙ্গের সর্বত্র গরমের ছুটি ঘোষণা না করলেও স্কুলের সময়সূচি হেরফের করার অনুমতি দেওয়া হয়েছে। 

রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে পাঠানো অ্যাডভাইজরিতে জানানো হয়েছে, যে এলাকায় যে স্কুল, সেখানকার আবহাওয়া বিবেচনা করে জুনের বাকি দিনগুলিতে ক্লাসের সময়সূচি পালটানো যাবে। তবে এমনভাবে সে কাজ করতে হবে, যাতে পড়াশোনা ব্যাহত না হয়।

আরো পড়ুন: ক্লাসে হিজাবের বিধিনিষেধের মুখে চাকরি ছাড়তে ‘বাধ্য’ হলেন অধ্যাপক

লোকসভা নির্বাচনের পর গত ১০ জুন থেকে স্কুল খুলেছে। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলছে। ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। সে পরিস্থিতিতে সকালে ক্লাস নেওয়ার দাবি উঠছিল। সে অনুযায়ী মর্নিং স্কুলের অনুমতি দিয়েছে স্কুলশিক্ষা দফতর।


সর্বশেষ সংবাদ