ভারতের সংসদে ঢুকে হামলা, মূল হোতার আত্মসমর্পণ

  © সংগৃহীত

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় বুধবার ঘটে যাওয়া হামলার ঘটনার ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝা আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে তিনি নিজেই দিল্লির কর্তব্যপাথ এলাকার থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

আত্মসমর্পণের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে ভারতের সংসদে হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়ে। গত বুধবারে হামলার ঘটনার পর থেকে ললিত ঝাকে খুঁজছিল পুলিশ। 

এর আগে বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামের দুই যুবক চেম্বারে ঢুকে পড়েন। তাদের কাছে ছিল রং বোমা। তার মাধ্যমে সভাকক্ষের মধ্যে হলুদ ধোঁয়া ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি করেন তারা। কয়েক মিনিটের মধ্যেই তাদের ধরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। গ্রেফতার করা হয় দু’জনকেই। একই সময়ে সংসদের বাইরে দাঁড়িয়ে হলুদ ধোঁয়া ছড়িয়ে বিক্ষোভ কিরছিলেন নীলম আজাদ এবং অমল শিন্ডে। তাদেরও তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়। বুধবার রাতে এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয় বিশাল শর্মা নামের আরও এক যুবককে।

আরও পড়ুন: মৃত্যুদণ্ড হতে পারে ইমরান খানের—আশঙ্কা বোনের

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছিল, সংসদে হামলার মূল হোতা হলেন ললিত। তিনি পুরো বিষয়টির পরিকল্পনা করেছিলেন। এ জন্য তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ।

ললিত বিহারের বাসিন্দা। কলকাতার সঙ্গেও যোগ রয়েছে ললিতের। তিনি কলকাতায় শিক্ষকতা করতেন। দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে জিজ্ঞাসাবাদ করছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যে ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারাতেও মামলা হয়েছে তাদের বিরুদ্ধে।

সংসদ হানার প্রথম ভিডিও তিনি পাঠান হালিশহরের নীলাক্ষ আইচকে। বৃহস্পতিবার তার বাড়িতেও গিয়েছে পুলিশ। দীর্ঘক্ষণ নীলাক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়। ললিতের সম্পর্কে তথ্য তার কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছিল। অবশেষে পুলিশের কাছে নিজেই আত্মসমর্পণ করলেন ললিত।


সর্বশেষ সংবাদ