যুদ্ধবিধ্বস্ত গাজায় রান্না হচ্ছে বাংলাদেশের পাঠানো খাবার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ১০:৫৩ AM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ১১:০০ AM
ইসরায়েলের বর্বর নির্যাতনের শিকার ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য বাংলাদেশের সাধারণ জনগনের পক্ষ থেকে পাঠানো খাবার রান্না করে পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
রোববার (৫ নভেম্বর) দেশের তরুণ মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী তার ভেরিফাই করা অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
ফেসবুক স্ট্যাটাসে ফারাজ করিম চৌধুরী লিখেন, ‘বাংলাদেশের জনগনের পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের ফলে গত ৪ নভেম্বর যে হতাহতের ঘটনা ঘটেছে, সেখানে হতাহতের পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে এবং বাংলাদেশের মানুষের জন্য তারা দোয়া করেছেন। একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.)-কে প্রশ্ন করলেন, “ইসলামে কোন কাজটি শ্রেষ্ঠ?” নবী করীম (সাঃ) বললেন, “ইসলামে সবচেয়ে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো” তাই ক্ষুধার্তকে খাদ্য দানকারী ব্যক্তি সর্বোত্তম আমলকারী বলে গণ্য হবেন।’
এর আগে ফারাজ করিম চৌধুরী ইসরায়েলের বর্বর হামলার শিকার ফিলিস্তিনের জন্য দেশের ত্রাণ সংগ্রহ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্থ ফিলিস্তিনের গাজাবাসীর এ সংকট থেকে মুক্তির আশায় দোয়া কামনায় তার আহ্বানে একযোগে রোজা পালন করেছেন অসংখ্য মানুষ।
এছাড়া দেশে-বিদেশে নানা সংকটময় মুহূর্তে বিপন্ন মানবতার জন্য কাজ করা তরুণ মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরীর আহ্বানে এর আগেও ফিলিস্তিন ইস্যুতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছিল।