যুক্তরাষ্ট্রে ডাকাতদের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

পুলিশ
পুলিশ  © ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে একটি সম্ভাব্য ডাকাতির চেষ্টার সময় ২২ বছর বয়সী এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সময় বুধবার (১৮ জুলাই) ভোররাতে একটি সম্ভাব্য গাড়ি ও অর্থ ছিনতাইয়ের সময় রোমিম উদ্দিন আহমেদ নামক ওই শিক্ষার্থীকে গুলি করা হয়।

২০১৬ সালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা রোমিম কম্পিউটার বিজ্ঞানে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।

ঢাকার মার্কিন দূতাবাস নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে।

নিহতের বড় ভাই রিয়াজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, হামলাকারীরা সম্ভবত রোমিমকে তার গাড়ি ও টাকার জন্য লক্ষ্যবস্তু করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একজন বাংলাদেশি সাংবাদিকের বরাত দিয়ে দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রোমিম গ্যাস স্টেশনে কাজ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার পার্ক করা গাড়ি দখল করার চেষ্টা করে।

তিনি দুর্বৃত্তদের মোকাবিলা করতে গেলে তাদের একজন তাকে গুলি করে। এরপর পুলিশ তাকে খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় বলেও জানানো হয়েছে একই প্রতিবেদনে।


সর্বশেষ সংবাদ