আফগানিস্তানের নারীরা এখন নিরাপদ: তালেবান প্রধান

তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা
তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা  © ফাইল ছবি

তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, ইসলামিক সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তানের নারীরা এখন নিরাপদ। তাদেরকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে না। এছাড়া নারীদের সকল ধরনের নিরাপত্তায় তালেবান সরকার কাজ করছে। খবর আল জাজিরা

চলতি সপ্তাহে দেশটিতে পবিত্র ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়। এ সময় দেশের মানুষের উদ্দেশ্যে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তালেবান নেতা বলেন, আফগানিস্তানের নারীদের সুখী জীবনের জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে। ইসলামি শরীয়াহ অনুয়ায়ী নারীদের সকল ধরনের সুবিধা প্রদান করা হবে। 

আরও পড়ুন: ৫ লাখ টাকা ঘুষ দিয়েও চাকরি না পেয়ে হাসপাতালে

আফগানিস্তানের কান্দাহারে তালেবানের জন্মস্থান। এখান থেকেই তালেবান প্রাধান হিবাতুল্লাহ আখুন্দজাদা বিভিন্ন নিয়ম নীতি জারি করেন। তাকে সচারাচার জনসম্মুখে দেখা যায় না। 

তিনি আরও বলেন, গত ২০ বছরে আফগানিস্তানের নারীরা যথাযথভাবে ইসলামকে অনুসরণ করেনি। এমনকী তারা হিজাব পরিধানের ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে। 

২০২১ সালের আগস্টে মার্কিন নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকেই নারীদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয় তালেবান। এছাড়া পার্কে যাওয়া, জিমে যাওয়া এবং পাবলিক স্থানে হাটা চলার করার জন্যও বেশ কিছু নিয়ম জারি করে।


সর্বশেষ সংবাদ