গুগলকে ১৩৩৭ কোটি রুপি জরিমানা ভারতীয় আদালতের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৪:২৮ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৩, ০৪:২৮ PM
৩০ দিনের মধ্যে গুগলকে ১ হাজর ৩৩৭ দশমিক ৭৬ কোটি রুপি জরিমানা দিতে হবে বলে আদেশ দিয়েছে ন্যাশনাল কোম্পানি ল আপিল ট্রাইব্যুনাল।
আজ বুধবার (২৯ মার্চ) ন্যায্য বাণিজ্য নিয়ন্ত্রক সিসিআই (CCI) দ্বারা আরোপিত মামলায় এ নির্দেশ দিয়েছেন এনসিএলএটি (NCLAT)-এর দুই সদস্যের একটি বেঞ্চ। খবর এনডিটিভি।
এনসিএলএটি গুগলের আপিল প্রত্যাখ্যান করেছে এবং অ্যান্ড্রয়েড বাজারে তার প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের জন্য ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই) দ্বারা আরোপিত জরিমানা বহাল রেখেছে। এর আগে সিসিআই-এর শাস্তি স্থগিত রাখার আবেদন করেছিল গুগল।
আরও পড়ুন: পাঁচ ব্যাংকের অফিসার পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৫১১।
জানা গেছে, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI) গত বছর, ২০ অক্টোবর, অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসের সাথে সম্পর্কিত প্রতিযোগিতা বিরোধী কার্যক্রমের জন্য গুগলকে ১ হাজর ৩৩৭ দশমিক ৭৬ কোটি রুপি জরিমানা আরোপ করেছিল। নিয়ন্ত্রক বিভিন্ন অন্যায্য ব্যবসায়িক অনুশীলনে জড়িত হওয়া বন্ধ করার জন্য ইন্টারনেট মেজরকে নির্দেশ দিয়েছে।
এনসিএলএটি বলেছে, যে গুগলে সিসিআইয়ের তদন্ত প্রাকৃতিক ন্যায়বিচারের নীতি লঙ্ঘন করেনি।