কানাডায় রেজিনা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

পারভেজ আজাদ আকাশ
পারভেজ আজাদ আকাশ  © সংগৃহীত

উচ্চশিক্ষা অর্জন করতে গিয়ে মাত্র ২৪ বছর বয়সেই লাশ হয়ে ফিরলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার তুহিন মালিতা ও নুরুন্নাহার আজাদ দম্পতির প্রথম সন্তান পারভেজ আজাদ আকাশ। কানাডায় রেজিনা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদে স্নাতক শেষ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন তিনি।

গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মন্ট্রিল শহরে মৃত্যুবরণ করেন তিনি। পারভেজ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান পারভেজ। 

পারভেজের বাবা আলাউদ্দিন আল আজাদ জানান, আগামীকাল সোমবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় আকাশের মরদেহ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছনোর কথা রয়েছে। ওই দিন বেলা ১২ মরহুমের মরদেহ চুয়াডাঙ্গার শহরতলী দৌলাতদিয়াড় এলাকার বাড়িতে নেওয়া হবে। দৌলাতদিয়াড়ে কিছু সময় রাখার পর পৈত্রিক ভিটা গোপালপুরে নেওয়া হবে এবং বাদ যোহর গ্রামের কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

আরও পড়ুন: জবির তিনটি বিভাগে ভর্তি শুরু দুপুরে, ফি ১২ হাজার টাকা।

দুই সন্তানের মধ্যে পারভেজ আজাদ আকাশ ছিলেন বড়। চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলী (ভিজে) মাধ্যমিক বিদ‍্যালয়ের ২০১৫ সালের এসএসসি ব‍্যাচের ছাত্র আকাশ এইচএসসি পাসের পর উচ্চশিক্ষার জন্য কানাডায় যান এবং মন্ট্রিল শহরের রেজিনা বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগে স্নাতক ভর্তি হন।

তার অকাল মৃত্যুতে বাবা-মা,আত্মীয় -স্বজন ও বন্ধুমহলে শোক নেমে এসেছে। নিহতের বাবা প্রিয় সন্তানের রূহের মাগরিফাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।


সর্বশেষ সংবাদ