ক্যান্সারে আক্রান্ত হয়ে নরসিংদী কলেজের শিক্ষার্থীর মৃত্যু

তানভীর হাসান ইসহাক
তানভীর হাসান ইসহাক  © টিডিসি ফটো

নরসিংদী সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র তানভীর হাসান ইসহাক (২১) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শনিবার (১২ নভেম্বর) শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভোর ৫ টায় ইন্তেকাল করেছেন। 

নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার কামরুল হাসানের ছেলে তানভীর। দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের জন্য ভারতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। ভারতের ডাক্তারদের পরামর্শে গত ২মাস যাবত তিনি শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তার কেমোথেরাপি চলছিলো। গত ১ সপ্তাহ যাবত তিনি কিছুই খেতে পারছিলেন না, এমনকি পানি খেলেও বমি করে দিতেন। অবশেষে মৃত্যুর কাছে হার মানতেই হলো এই মেধাবী শিক্ষার্থীকে।

আরও পড়ুন: ইবির ‘ডি ইউনিটে’ ভর্তির সুযোগ ৩২১ জনের

নরসিংদী কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে তিনি যুক্ত ছিলেন। তানভীর কলেজের মেধাবী ছাত্র ও অত্যন্ত নম্রভদ্র ছেলেদের মধ্যে অন্যতম। তার অকাল মৃত্যুতে নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন। মেধাবী শিক্ষার্থী তানভীরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্পাস জুড়ে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহপাঠী থেকে শুরু করে শিক্ষকসহ অন্যান্য শিক্ষার্থীরাও।


সর্বশেষ সংবাদ