ভারতে ঝুলন্ত সেতু ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩২

উদ্ধার অভিযানে ভারতীয় সেনাবাহিনী
উদ্ধার অভিযানে ভারতীয় সেনাবাহিনী  © সংগৃহীত

ভারতের গুজরাটের শত বছর আগে তৈরি একটি ব্রিটিশ আমলের ঝুলন্ত সেতু ধসে এখন পর্যন্ত ১৩২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। খবর এনডিটিভি

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে সেতু ভেঙে প্রায় ৫০০ মানুষসহ নদীতে পড়ে যায়।

এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, পর্যটেনের জন্য বিখ্যাত এলাকা গুজরাটের মরবির এই ঝুলন্ত সেতুটি ১৫০ বছরের পুরনো। সংস্কারকাজের জন্য ৭ মাস সেতুটি বন্ধ থাকার পর চারদিন আগেই খুলে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: সকালে ফের পিএসসি’র সামনে অবস্থান করবে চাকরিপ্রার্থীরা।

গুজরাট সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতু ধসের এই ঘটনায় জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেতু ভেঙে পড়ার পর উদ্ধার অভিযানে স্থানীয়রাও অংশ নিয়েছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

অপরদিকে দুর্ঘটনার কারণ তদন্তে এক বিশেষ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। 

এছাড়া নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে গুজরাট সরকার।


সর্বশেষ সংবাদ