দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৬ শিক্ষার্থীসহ ১৯ জন নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা  © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় মহাসড়কে একটি বড় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ শিশুশিক্ষার্থীসহ ১৯ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ডারবানের প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে মহাসড়কে এস্বাতিনির সীমান্তের কাছে পঙ্গোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কয়াজুলু-নাতাল প্রদেশের পরিবহন মন্ত্রণালয়। খবর গলফ নিউজ

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে গলফ নিউজ জানায়, বাসটিতে ১৯জন যাত্রী ছিল। তাদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন। নিহত শিশুদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে ছিল।

আরও পড়ুন: ৪০টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি।

এক বিবৃতিতে  আঞ্চলিক পরিবহণমন্ত্রী সিফো হলমুকা বলেন, এভাবে অনেক শিশুর চিরতরে চলে যাওয়া খুবই মর্মান্তিক।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার সড়কগুলো মহাদেশের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো হলেও দেশটির অধিকাংশ দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করা হয়ে থাকে।


সর্বশেষ সংবাদ