শবে কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম
- ডক্টর তুহিন মালিক
- প্রকাশ: ১৪ মে ২০২০, ০৯:৪৬ PM , আপডেট: ১৪ মে ২০২০, ০৯:৪৬ PM
আলহামদুলিল্লাহ, শুরু হয়ে গেলো রমজানের শ্রেষ্ঠ সময়। লাইলাতুল কদর অন্বেষণে রমজানের শেষ দশক। যাতে রয়েছে এক হাজার মাসের চাইতেও অধিক পূন্যময় রাত ‘লাইলাতুল কদরে’।
‘কদরের রাত্রি এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ’ (আল কোরআন-৯৭:০৩)।
অর্থাৎ এক নাগাড়ে ১০০০ মাস বা ৮৩ বছর ৪ মাসের চাইতেও অধিক ইবাদতের সওয়াব। এই এক রাতের ইবাদতের দ্বারাই মহান আল্লাহ প্রদান করে থাকেন।
কদরের রাত কবে? কোনটি?
সে সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন-
• ‘রামাদ্বানের শেষ দশদিনে তোমরা কদরের রাত তালাশ কর।’ [বুখারী-২০২০; মুসলিম-১১৬৯]
• ‘তোমরা রামাদ্বানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে কদরের রাত খোঁজ কর।’ [বুখারী-২০১৭]
• ‘যে ব্যক্তি লাইলাতুল কদর অন্বেষণ করতে চায়, সে যেন রামাদ্বানের শেষ সাত রাতের মধ্যে তা অন্বেষণ করে।’ [বুখারী-২০১৫; মুসলিম-১১৬৫]
উবাই ইবনে কাব হতে বর্ণিত- তিনি বলেন যে, ‘আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসূল (সা.) আমাদেরকে যে রজনীকে কদরের রাত হিসেবে কিয়ামুল্লাইল করতে নির্দেশ দিয়েছিলেন তা হল রামাদ্বানের ২৭তম রাত।’ [মুসলিম-৭৬২]
আসুন, উপরের সহীহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসগুলো আরেকবার খেয়াল করে একটু দেখে নেই। এবার ১০০% নিশ্চিত করে কি বলতে পারবো যে, শুধুমাত্র ২৭শে রাতটাই হচ্ছে ‘নিশ্চিত লাইলাতুল কদর’?
যদি তা না হয়, তাহলে ক্ষতিটা কার?
আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে যেন রমজানের শেষ দশরাতে না হলেও, ‘অন্ততপক্ষে’ (কম করে হলেও) রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে কদরের নিয়ামত তালাশ করার উপলব্ধি ও সহীহ বুঝ দান করুন।