১৭তম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফল নতুন চেয়ারম্যানের যোগদানের পর প্রকাশ করা হবে। আগামী ২ অথবা ৩ জানুয়ারি ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন চেয়ারম্যান চাইলে পহেলা জানুয়ারিও ফল প্রকাশ করা হতে পারে। বুধবার (২৭ ডিসেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএ’র সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘১৭তম নিবন্ধনের ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা ফল প্রকাশের জন্য প্রস্তুত। তবে যেহেতু আমাদের নতুন একজন চেয়ারম্যান এসেছেন। তিনি যোগদানের পরপরই ফল প্রকাশ করতে চাই। আগামী ৪ জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।’

আরও পড়ুন: ভাইভা ভালো করলেও তিন কারণে বাদ পড়বেন ১৭তম নিবন্ধনের প্রার্থীরা

ওই কর্মকর্তা আরও জানান, ‘ফল প্রকাশের ক্ষেত্রে আমরা তড়িঘড়ি করতে চাইনা। ফল প্রস্তুতির কাজ প্রায় শেষ দিকে হলেও আমরা পুনরায় ফল চেক করছি। ভুল করেও কোনো প্রার্থীকে যেন ফেল করানো না হয় সেই বিষয়টি দেখা হচ্ছে। আশা করছি নতুন চেয়ারম্যানের যোগদানের পরপরই ফল প্রকাশ করা যাবে। আগামী ১ জানুয়ারি নতুন চেয়ারম্যান এনটিআরসিএতে যোগদান করবেন বলেও জানান তিনি।’

এ বিষয়ে এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাসুদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৭তম শিক্ষক নিবন্ধনের ফল তৈরির কাজ চলছে। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হবে।’

আরও পড়ুন: বয়সে ছাড় দিতে মন্ত্রণালয়কে অনুরোধ করবে এনটিআরসিএ

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ব্যাচ ও দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দ্বিতীয় ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য ৮টি বোর্ড গঠন করা হয়েছিল। প্রতি বোর্ডে দুই ব্যাচে ৫০ জন প্রার্থীর ভাইভা নেওয়া হয়েছে। 

২০২০ সালের জানুয়ারিতে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হন।


সর্বশেষ সংবাদ