বিশেষে সুপারিশপ্রাপ্তরা কি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন?

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ফটাে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে এতে বিশেষ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা আবেদন করতে পারেবন কিনা তা নিয়ে প্রার্থীদের মনে প্রশ্ন জেগেছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রার্থীদের মনে জাগ্রত হওয়া প্রশ্নটি নিয়ে এনটিআরসিএ’র একাধিক কর্মকর্তার সাথে কথা বলেছে দ্যা ডেইলি ক্যাম্পাস।

এনটিআরসিএ’র কর্মকর্তারা জানিয়েছেন, ইনডেক্স না থাকলে যে কেউ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের কোনো সমস্যা হবে না। বিশেষ ও তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে যারা নিয়োগের সুপারিশ পেয়েছেন তারাও চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। 

এর কারণ হিসেবে এনটিআরসিএর কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে যারা নিয়োগের সুপারিশ পেয়েছেন তাদের ইনডেক্স নেই। এই শিক্ষকদের ইনডেক্স পেতে অনেক সময় লাগবে। ফলে তারা চাইলে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশেষে সুপারিশপ্রাপ্তরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। কেননা তাদের এখনো ইনডেক্স হয়নি। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কেবল ইনডেক্সধারী শিক্ষকরা আবেদন করতে পারবেন না।

ধরুন বিশেষ সুপারিশপ্রাপ্তরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করলেন। আবেদনের পর তাদের ইনডেক্স চলে আসলো। তখন চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশে কোনো সমস্যা হবে কিনা অথবা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়ার পর বিশেষের ইনডেক্স পেল সেক্ষেত্রে কী হবে? এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ’র সচিব আরও বলেন, এটি অনেক পরের বিষয়। যারা বিশেষে সুপারিশ পেয়েছেন তাদের ইনডেক্স পেতে এখনো তিন থেকে চার মাস সময় লাগবে। এছাড়া চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে করা হবে সেটিও নির্দিষ্ট করে বলা সম্ভব না। কাজেই ভবিষ্যতে কি হবে না হবে সে বিষয়ে এখনই আগাম মন্তব্য করা সম্ভব হবে না। 


সর্বশেষ সংবাদ